হামীম রায়হান
আর লাগে না ভালো আমার
বন্দী ঘরে একা,
খেলার মাঠে বন্ধু তোদের
পাই নাতো আর দেখা!
বাইরে যাওয়া বন্ধ এখন,
মনটা খারাপ তাই সারাক্ষণ।
ঘরের মাঝে যেন আমি
খাঁচায় পুষা ময়না,
নীল আকাশে ঘুড়িটা আমার
উড়ার সুযোগ পায়না।
জং ধরেছে ক্রিকেট বেটে,
আর কাটে না সময় হবঃ-এ।
মন উঠেছে হাঁপিয়ে আমার
টম এন্ড জেরি দেখে,
ইচ্ছে করে ঘুরে বেড়াই
সব ভয়কে ডেকে!
আসবে জানি সেদিন আবার,
ফুটবে হাসি মুখে সবার।
সেদিনেরই আশায় আমি
রইযে পথ চেয়ে,
হাসবো আমি, গাইবো আমি
ইসকুলেতে যেয়ে!