স্পোর্টস ডেস্ক :
করোনাকালে মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিটনেস ঠিক রাখতে শুরু থেকেই নানা কার্যক্রম হাতে নেয় বিসিবি। কোচিং স্টাফরা নিজ নিজ দেশে ফিরে গেলেও অনলাইন সভায় ঠিকই নিয়মিত পরামর্শ দিয়েছেন শিষ্যদের। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অনুরোধে এবার ক্রিকেটারদের অনলাইন সভায় যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন। কোচ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত এই আফ্রিকান টাইগারদের পরামর্শ দিয়েছেন।
২০১১ সালে তার অধীনেই ২৮ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে ভারত। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোসহ টাইগারদের বর্তমান বেশিরভাগ কোচিং স্টাফ দক্ষিণ আফ্রিকান। সেই সুবাদে স্বদেশি বিশ্বমানের কোচকে শিষ্যদের অনলাইন সভায় আমন্ত্রণ জানান রাসেল ডোমিঙ্গো।
ডোমিঙ্গোর আমন্ত্রণে সাড়া দেন দক্ষিণ আফ্রিকা ও ভারতের মত দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা কারস্টেন। (৫ আগষ্ট) ক্রিকেটারদের নিয়মিত অনলাইন সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন তিনি।
কারস্টেন ছাড়া টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, নবনিযুক্ত ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিকোলাস ট্রেভর লি, কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরসহ অন্য কোচিং স্টাফরাও এই সভায় যুক্ত হন।
জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকারদের সাথে এই সভায় অংশ নেন তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, হাসান মাহমুদ, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব।
জাতীয় দলের বাইরে থাকা সানজামুল ইসলাম, সাব্বির রহমান, নুরুল হাসান সোহানরাও ছিলেন। জাতীয় দলের জার্সি গায়ে না চাপানো মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, ইয়াসির আলি চৌধুরী রাব্বিদেরও কারস্টেনের সভায় যোগ দেওয়ার সুযোগ হয়।