ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির কমিটি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ৬জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আজব আলীর নেতৃত্বে জাহিদপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো উপজেলার দোলারবাজার জাহিদপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে নুরুল ইসলাম (৫০), নুরুল ইসলামের ছেলে এনামুল হক (২০) ও আমিনুল হক (১৬), মৃত অতির আলীর ছেলে সাইদুল হক ( ১৯), মৃত হাজী আফরোজ আলীর ছেলে আব্দুল খালিক (৬০) ও একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে নুর ইসলাম (৫০)।
জানা যায়, পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার বিকাল ৪টার দিকে আজব আলীর নেতৃত্বে ১০/১৫জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত ৬জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, আজব আলী বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি। গভর্নিং বডির নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন। শিক্ষাবিমুখতা ও উশৃঙ্খলতা সহ নানাবিধ কারনে নির্বাচনে পরাজিত হন। সভাপতি পদ হারানোর পর শুরু হয় জটিলতা। পদ হারানোর এ ক্ষোভেই তাদের উপর হামলা চালান বলে জানান স্থানীয়রা।