জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডির ডহর নামক নৌকাঘাটে বেড়া দেয়া নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
১১ জুন বৃহস্পতিবার দেখা যায়, চন্ডির ডহর পয়েন্ট নামক স্থানে রয়েছে বেশ কিছু দোকানপাট। রয়েছে রাস্তা জুড়ে সিএনজি-লেগুনা স্ট্যান্ড। সাথে আছে ফেরিঘাট। ফেরিঘাটের পাশে নদীপারে অবশিষ্ট বেশ কিছু জায়গায় রয়েছে বাঁশের বেড়া। বেড়ার কারণে ঘাটে নৌকা লাগানো যাচ্ছে না। স্থানীয়রা জানান নৌকাঘাটে বেড়া দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ সময় বেড়া দেয়ার পক্ষে কয়েকজন বলেন, এটি মসজিদের মালিকানা জায়গা। যে কারণে বেড়া দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে স্ট্যান্ড ইজারাদার পক্ষের লোকজন বলেন, অন্য বছর এখানে বেড়া ছিল না। এবার আমরা ইজারা পাওয়ায় বেড়া দেয়া হয়েছে। এতে নৌকা ঘাটে লাগতে না পারায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই এখানে সরকারি জায়গা চিহ্নিত করে দেয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। কলকলিয়া ইউপি সচিব শামসুল ইসলাম বলেন, এটি সরকারি জায়গা। আমরা স্ট্যান্ড ইজারা দিয়েছি। তবে এক পক্ষ ইজারা নিতে না পারায় নদী ঘাটে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করছে।