নবগঠিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ

4

দুস্থ মানুষের পাশে থেকে নিজেদের কার্যক্রম শুরু করলো নবগঠিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) হবিগঞ্জ জেলা শাখা। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় স্থানীয় লন টেনিস গ্রাউন্ডে ৫৫ পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোয়াব জেলা শাখার ভূয়সী প্রশংসা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাহির এমপি বলেন, ‘হবিগঞ্জের ক্রিকেটারদের কল্যাণে এই সংগঠন যাত্রা শুরু করেছে, যা খুবই আনন্দের ব্যাপার। এতে হবিগঞ্জের খেলাধুলা আরো সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। আজ এই কমিটির তরুণ নেতৃবৃন্দ নিজেদের অর্থায়নে দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে, এটি একটি মহৎ উদ্যোগ। আমার পক্ষ থেকে এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রিন্টু রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, বিসিবি কোচ মঈনউদ্দীন তালুকদার সাচ্চু, সাবেক খেলোয়াড় অভিজিৎ চক্রবর্তী, জেলা ত্রীড়া সংস্থার সদস্য এডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু ও সাবেক ক্রিকেটার জসিম উদ্দিন সুজন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির এমপি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোয়াব হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পারভেজ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জাকের আলী অনিক, কোষাধ্যক্ষ গোলাম বাকী চৌধুরী রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৌশিক আচার্য্য পায়েল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজু আহমেদ রতন, নির্বাহী সদস্য শাকের আলি অপু প্রমুখ। বিজ্ঞপ্তি