লায়ন্স ক্লাব সব সময় দেশের দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায় ——আশফাক আহমদ

18
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি এর উদ্যোগে সিলেটের বন্যা দুর্গত অসহায় মানুষদের মধ্যে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সব সময় বিশ্বের সকল দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়ায়। তাদের এই মানব সেবার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। আর্ত-মানবতার কল্যাণে লায়ন্স ক্লাবের অবদান অপরিসীম। তিনি সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।
শুক্রবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের বন্যা দুর্গত অসহায় মানুষদের মধ্যে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫বি-১ এর এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোয়াটার লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ইমরান আহমদ, আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট গভর্ণর প্রটোকল লায়ন আমিন উদ্দিন আহমদ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, লায়ন মিছবা উদ্দিন, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, জোন এ্যাডভাইজার লায়ন মুহিতুর রহমান, সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট লায়ন গংগেস দাস, সিলেট লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন আব্দুল¬াহ আল মামুন, লায়ন ডাঃ সোলাইমান আহমদ, লায়ন মুছাব্বির মুছা ও লায়ন হুমায়ুন আহমদ। লিওদের মধ্যে উপস্থিত-লিও ডিস্ট্রিক ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জাকির আহমদ, জয়েন্ট ট্রেজারার জুবায়ের আহমদ, সিলেট লিও ক্লাবের প্রেসিডেন্ট সাহেল আহমদে ও লিও ইমরান আলী এবং সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি মো. ইকলাল আহমদ, মাওলনা আব্দুস সোবান আব্বাছি, ছালিয়া চেতনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি “আলেক আহমদ ও সদর উপজেলা স্পোর্টস একাডেমীর কার্যকারী সদস্য আবুল কালাম আজাদ, জাবের আহমদ, সমাজকর্মী জুয়েল আহমদ, মনির আহমদ প্রমুখ। সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন ছাড়াও আজকে জালালাবাদ ইউনিয়ন ও হাটখোলা ইউনিয়ের তিনশতাধিক পরিবারের মধ্যেও এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি