কানাইঘাট থেকে সংবাদদাতা :
নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মুজিববর্ষ উপলক্ষে কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিস কর্তৃক বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের সম্মুখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন কানাইঘাট উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ মিরাজ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওসিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন। এছাড়া সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী মোঃ ফখরুল ইসলাম, দলিল লেখক, নকল নবিশ সহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।