দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত কম হওয়াতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্বিতীয় দফা বন্যার পানি ধীরে ধীরে হ্রাস পাওয়ায় খানিকটা আশার সঞ্চার হয়েছিল বানভাসিদের মাঝে। বিন্তু সপ্তাহকালের ব্যবধানে শনিবার বিকাল থেকে আবারও ধমকা হাওয়াসহ টানা ভারি বর্ষণ ও ভারতের মেঘালয়ে টানা বৃষ্টিপাতে উজান নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে হু হু করে পানি বাড়ছে সর্বত্র। ফলে তৃতীয় দফা বন্যার অশনি সংকেতে স্বস্তিতে নেই বানভাসিরা।
দফায় দফায় উপর্যুপরি বন্যায় বীজতলা এখনও পানির নিচে থাকায় রোপা আমনসহ আগামি মওসুমি ফসল উৎপাদন অনিশ্চিত ভেবে পরিবার পরিজন ও গবাদি পশুর ভাগ্য বিড়ম্বনার আশংকায় জর্জরিত হাজার হাজার কৃষিজীবী পরিবার।
এদিকে গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পাওয়ায় সুরমাসহ উপজেলার সকল নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্ত ঘেঁষা বগুলা, সুরমা, লক্ষ্মীপুর, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নসহ নিম্নাঞ্চলে হু হু করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম বিপর্যয় নেমে এসেছে জনজীবনে।
হাওর, খাল-বিল, মাঠঘাটে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় শুধু ফসলহানিই নয়, রাস্তাঘাটের অবর্ণীয় দুর্দশায় বন্দি দশায় মানবেতর দিন কাটছে হাওরবাসীসহ সকল পেশার লোকজনের।