কবি দিলওয়ারের ৮৩তম জন্মদিন পালন

36
গণমানুষের কবি দিলওয়ারের ৮৩তম জন্মদিন পালন উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন জাতীয় কবিতা পরিষদ নেতৃবৃন্দ।

একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে কবিতা পরিষদ সিলেট শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
১ জানুয়ারী ভার্থখলায় কবির নিজ বাসভবনে আলোচনা সভায় বক্তারা বলেন, কবি দিলওয়ার বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি ছিলেন। বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা তার কবিতায় স্বত:স্ফূর্তভাবে উঠে এসেছে বলে তাকে ‘গণমানুষের কবি’ বলা হয়। বক্তারা বলেন, দীর্ঘ ৬০ বছর ব্যাপী সাহিত্যের প্রায় সকল বিষয় নিয়ে লিখে গেছেন কবি দিলওয়ার। সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। ছড়ার রাজার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদ সিলেট শাখার নেতৃবৃন্দ।
জাতীয় কবিতা পরিষদ সিলেট শাখার সভাপতি কবি এ. কে. শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, কবি তনয় কামরান ইবনে দিলওয়ার, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার নির্বাহী পরিচালক ও সদস্য নিগাত সাদিয়া, মিউজিয়াম অব রাজাসের সহকারি মিউজিয়াম জাহাঙ্গীর আহমেদ, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিমান তালুকদার, দৈনিক যুগভেরীর স্টাফ ফটো সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি প্রমুখ। বিজ্ঞপ্তি