দক্ষিণ সুরমায় ফেরিঘাট এলাকায় অবৈধ ক্রাশার মেশিন ধ্বংস

12

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার ফেরিঘাট এলাকায় পাথর ভাঙা এলাকায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ স্টোন ক্রাশার মেশিন ধ্বংস করে দিয়েছে। গতকাল সোমবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে চলে এই অভিযান।
অভিযানকালে দক্ষিণ সুরমার ফেরিঘাটএলাকায় ৮টি ক্রাশার মিলের বেল্ট কেটে ধ্বংস করা হয়। গোটাটিকর এলাকায় নজরুলের ক্রাশার মেশিনের বেল্ট কেটে তার পাথর জব্দ করা হয়।
এদিকে এ আভিযানিক দল শাহপরাণ থানার মুরাদপুর শাহপরাণ সেতুর নিচে কামাল হোসেনের স্টোন ক্রাশার মিল ও মিরের চক আমির হোসেনের ক্রাশার মিল এবং লায়েক মিয়া ও হেলাল মিয়ার ক্রাশার মিলেও অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলগুলোর বেল্ট কাটা হয় এবং পাথর জব্দ করা হয়।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন বলেন, অবৈধ স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যদি তারা আবারও আইন অমান্য করে মেশিন চালায় তাহলে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।