হতভাগা

9

মোঃ মতিউর রহমান

বিপদকালে সঠিক বন্ধু
সহজে যায় চেনা,
আপন বন্ধু স্বার্থ চিনে
হয় না শুধু দেনা।

সঙ্গে থাকে ঘোর আঁধারে
জ্বালায় প্রাণে বাতি,
ভয় থাকেনা গভীর বনে
হোক না যতো রাতি।

স্বার্থ যখন বন্ধু চেনে
অতীত কথা ভুলে,
কপটতা অট্ট হাসে
মায়ার বাঁধন খুলে!

কুজন বন্ধু চায় না কেহ
নিকৃষ্ট এক পামর,
সুযোগ পেলে পেছন থেকে
বসিয়ে দেয় কামড়।

অর্থকড়ি থাকনা যতো
এই পৃথিবীর মাঝে,
করোনা এই রোগের চেয়ে
শতগুণে বাজে।