বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর পিতা, নগরীর দরগা মহল্লার পায়রা ৫৬ নিবাসী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী (৮০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ড. এনামুল হক চৌধুরীর শ্রদ্ধেয় পিতা মরহুম মুজিবুল হক চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। নগরীর দরগা মহল্লা এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে তিনি সকলের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। সমাজসেবী মুজিবুল হক চৌধুরীর ইন্তেকালে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারর্গকে এই শোক সইবার শক্তি দিন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী সহ করোনাক্রান্ত পরিবারের সবাইকে দ্রুত সুস্থতা দান করুন। বিজ্ঞপ্তি