শহরতলী থেকে রিক্সা উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

9

স্টাফ রিপোর্টার :
নগরীর শামীমাবাদ ও শহরতলীর মংলিরপার এলাকা থেকে ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাইকৃত রিকশা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, জালাল উদ্দিন লিটন (২৪)। সে কিশোরগঞ্জ জেলার তারাইল থানার শ্রীপুর (সেকান্দরনগর) গ্রামের সফর উদ্দিনের পুত্র। বর্তমানে সে এয়ারপোর্ট থানার মংলিরপার এলাকার বাসিন্দা এবং তার সহযোগী মোঃ রুবেল। জালাল উদ্দিন লিটন এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ৩ টি ও শাহপরাণ (রহঃ) থানায় ১ টি- মোট ৪ টি মামলা চলমান রয়েছে। রিক্সা চুরির ঘটনায় মো. লাল মিয়া বাদি হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-০৫, তাং-০৬/০৭/২০২০) দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত ২৮ জুন সন্ধ্যায় নগরীর ঘাসিটুলা কামাল মিয়ার কলোনির মো. লাল মিয়ার একটি ব্যাটারিচালিত রিক্সা চুরি হয়। পরে তদন্ত ও খোঁজ করে কোতোয়ালী মডেল থানার একটি বিশেষ দল গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার মংলিরপার এলাকা থেকে জালাল উদ্দিন লিটন নামক একজনকে গ্রেফতার এবং তার হেফাজত হতে চোরাইকৃত ব্যাটারিচালিত রিক্সাটিও উদ্ধার করে। পরবর্তীতে জালাল উদ্দিন লিটনের দেয়া তথ্যমতে শামীমাবাদ এলাকা হতে অপর আসামি মো. রুবেলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।