কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌর শহরের বোরহান উদ্দিন সড়কের দারুল উলূম মাদ্রাসা হইতে থানা পর্যন্ত পাকা সড়কের বেহাল অবস্থা বিরাজ করায় উক্ত সড়কের অংশে পাথরবাহী যানবাহন বন্ধের নির্দেশ দেয়ার পরও ট্রাক চলাচলের ঘটনায় থানা পুলিশ ৭টি পাথর বোঝাই ট্রাক আটক করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে বোরহান উদ্দিন সড়কের থানার আশপাশ এলাকা থেকে পাথরবাহী ৭টি ট্রাক আটক করা হয়। বর্তমানে আটককৃত ট্রাকগুলো উপজেলা প্রশাসন চত্ত্বরে রাখা হয়েছে। উক্ত সড়কের ভয়াবহ ভাঙ্গন কবলিত অংশ দিয়ে যাতে ট্রাক সহ ভারি যানবাহন চলাচল বন্ধ থাকে সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। আটককৃত ট্রাকগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, গাজী বোরহান উদ্দিন সড়কের মুশাহিদ সেতুর নন্দিরাই বাইপাস থেকে থানা পয়েন্ট পর্যন্ত সড়কের অংশ পাথরবাহী ট্রাক সহ ভারি যানবাহন চলাচলের কারনে গভীর গর্ত হয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি সড়কের উক্ত অংশে সবধরনের পাথরবাহী ভারি যানবাহন চলাচল বন্ধে উপজেলা প্রশাসন সিন্ধান্ত নেয়। অপরদিকে কানাইঘাট থেকে দরবস্ত পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক দিয়ে সবধরনের ভারি ট্রাক চলাচল বন্ধে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হক কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানকে নির্দেশ প্রদান করেন। সেই আলোকে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান কানাইঘাট থানা পুলিশকে ভারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেন। অনেক ট্রাক চালক জানিয়েছেন উক্ত সড়কের অংশ দিয়ে ট্রাক চলাচলে বাধা নিষেধ রয়েছে বিষয়টি তারা জানেন না।
এখন থেকে দারুল উলূম মাদ্রাসা হইতে থানা পয়েন্ট পর্যন্ত সড়কের অংশ পাথরবাহী সহ যে কোন ধরনের ভারি যানবাহন চলাচল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন।