সিলেট ইসকন মন্দিরে ভক্তসমাগম ছাড়া বুধবার পালিত হলো উল্টো রথযাত্রা উৎসব। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব। করোনার প্রভাবে জনসমাগম না করে মন্দিরের অভ্যন্তরেই অংশ নেওয়া ভক্তরা নেচে-গেয়ে দিনটি উদযাপন করেন।
বৈদিক শাস্ত্রের কথা। সনাতন ধর্মাবলম্বীদের মতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্য রূপ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। তার সাথে থাকেন ভাই বলরাম ও বোন সুভদ্রা। যেই যানে করে জগন্নাথদেব ভক্তদের পথে ঘুরে ঘুরে দর্শন দান করেন সেটাই হলো রথ।
তবে ভক্তরা জগন্নাথদেবের আশীর্বাদ পাবার আশায় সেই রথ টেনে নিয়ে যান মন্দিরে। ৯ দিন আগে তিনি যখন নিজের মাসির বাড়ি গিয়েছিলেন, ঠিক তার ৯ দিন পর সে পথ ধরেই ফিরেছেন নিজের ঘরে।
করোনাকালে ইসকন সিলেটের ভক্তরাও নিজের চোখের সামনে রথে জগন্নাথদেবকে দেখতে পেরে ভীষণ খুশি। পুণ্য লাভের আশায় তারাও মন্দিরের ভিতরেই সামাজিক দূরত্ব বজায় রেখে সমবেত হয়েছেন রথের দড়ি টানতে। বিজ্ঞপ্তি