কবির কাঞ্চন
ইচ্ছে করে মনের সুখে
মজা করে ঘুরি
ইচ্ছে করে পাখি হয়ে
নীলাকাশে উড়ি।
ইচ্ছে করে ঘাসের বুকে
ফড়িং হয়ে নাচি
খোকাখুকুর সঙ্গী হয়ে
মহানন্দে বাঁচি।
ইচ্ছে করে ফুলে ফুলে
ভ্রমর হয়ে থাকি
ফুলের প্রাণে জোয়ার তোলা
ভালোবাসা আঁকি।
ইচ্ছে করে রঙবেরঙের
ঘুড়ির মতো উড়ি
লাটাই হাতে খোকাখুকুর
মনকে করি চুরি।
ইচ্ছে করে আগের মতো
স্বপ্নেডানা মেলি
ইচ্ছে করে সবুজ বুকে
পদচিহ্ন ফেলি।