ওসমানীনগর থেকে সংবাদদাতা :
শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়নে ওসমানীনগর-বিশ^নাথের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করার ধারাবাহিকতায় ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিএনপির মতবিনিময় সভা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও সিলেট অস্ত্র আদালতের সাবেক পিপি এডভোকেট আনোয়ার হোসেনের উদ্যোগে শনিবার দিনভর ওসমানীনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নির্যাতিত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ খবরের পাশাপাশি মামলা হামলায় জড়িতদের আইনী সহায়তার আশ^াস প্রদান করা হয়। পরবর্তীতে দয়ামীর ইউনিয়নের বৃহত্তর বড় ধিরারাই এলাকায় অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এড. আনোয়ার হোসেন। ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের অমানবিক দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণতন্ত্রের প্রতিষ্ঠায় দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি জনগণ সম্পৃক্ত করে গণআন্দোলনের ডাক দিতে হবে। সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে এডভোকেট আনোয়ার হোসেনের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে ওসমানীনগর বিশ^নাথ বিএনপি বদ্ধপরিকর। তাই ইলিয়াস আলীর অনুপস্থিতে সিলেট-২ আসনে এড আনোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান বিএনপির নেতারা। জেলা যুবদল নেতা মুক্তার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হাজী জমির আলী (জমু মেম্বার ), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছোরাব আলী, বিএনপির নেতা আবুল কালাম, আছমত আলী, বাদল মিয়া, মকবুল আলী, সফিক আলী, লিয়াকত আলী, আলকাছ আলী, বাবুল মিয়া, কবির মিয়া, আলমগীর মিয়া, আব্দুল আলী, নূর উদ্দিন, মিটু মিয়া, ছোরাব আলী, দ্বীন ইসলাম, যুবদল নেতা আহমদ শাহরিয়ার, আব্দুস শহিদ, মামুন মিয়া, শাকিল আহমদ, রাজেল আহমদ, আব্দুস সামাদ, হাসান আহমদ, দিলাল আহমদ ও আনহার মিয়া। সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।