করোনাকে জয় করে নিলেন ওসমানীনগরের সাংবাদিক রনিক পাল

9

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
অবশেষে করোনা জয় করে নিলেন সাংবাদিক রনিক পাল। দৈনিক আমাদের সময়, শুভ প্রতিদিন, সিলেট ভিউ এর ওসমানীনগর প্রতিনিধি ও লন্ডন বাংলা নিউজ ডট নেটের নিউজ এডিটর, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল ২৩ মে করোনা আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে ১৪ দিন আইসোলেশনে থাকার পর বর্তমানে তিনি করোনা মুক্ত ও পুরোপুরি সুস্থহয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিম এর প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ জানিয়েছেন, সাংবাদিক রনিক পাল এখন সম্পূর্ণ সুস্থ। আমাদের সার্বিক দিক নির্দেশনায় ১৪ দিন আইসোলেশনে থাকার পর করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন। ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামে সাংবাদিক রনিক পালের বাড়ি। করোনা নমুনা সংগ্রহের পর পজেটিভ রিপোর্ট আসায় প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। তিনি সুস্থ হওয়ায় বৃহস্পতিবার তার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
সাংবাদিক রনিক পাল বলেন, আমার মতে করোনা ভাইরাসকে কে নিয়ে আতংক ছড়িয়ে ভয় পাওয়ার কিছু নেই। আসলে সচেতনতার মাধ্যমে নিয়ম মেনে চললে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি ১৪ দিন আমার বাড়িতে আলাদা একটি ঘরে আইসোলেশনে ছিলাম। এবং সার্বক্ষণিক ডাক্তারের পরামর্শে বিভিন্ন ঔষধ সেবন এবং নিয়ম মেনে চলেছি। আমি করেনা আক্রান্ত হওয়ার পর সহকর্মীসহ যারা সার্বক্ষণিক আমার মনোবল জাগিয়েছেন ও খোঁজ খবর নিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পরিশেষে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা তিনি আমায় এই রোগ থেকে মুক্তি দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সাংবাদিক রনিক পালের করোনা পজেটিভ থাকায় তার বাড়ি লকডাউন করা হয়েছিলো এখন তিনি সুস্থ এবং তার বাড়ির সবাই সুস্থ রয়েছেন তাই নিয়মানুসারে লকডাউন তুলে নেয়া হয়েছে।