স্টাফ রিপোর্টার :
করোনায় সিলেটে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে। শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪১৩ জন। মারা গেছেন ৩১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদনে দেখা যায়- সিলেট বিভাগে শনিবার সকাল পর্যন্ত ১৪১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৭৮৩ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫২ জন সিলেটের দুই হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬০ জন ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে শনিবার সকাল পর্যন্ত ৩৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১০৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ১২১ জন ও মৌলভীবাজারে ৫৬ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ জন, হবিগঞ্জে দুইজন মৌলভীবাজারে চার জন ও সুনামগঞ্জে দুইজন।