কানাইঘাট দীঘিরপার ইউপিতে ১ কোটি ৯০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

7
কানাইঘাট দীঘিরপার পূর্ব ইউনিয়নের বাজেট ঘোষণা করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার দীঘিরপার পূর্ব ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৩ টায় ইউনিয়ন কমপ্লেক্সে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজনদের উপস্থিতিতে বাজেট পেশ করেন ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল। প্রস্তাবিত বাজেটে সব মিলিয়ে আয় ১ কোটি ৯০ লাখ টাকা দেখানো হয়েছে। বাজেটে রাজস্ব আদায় ও নাগরিকবৃন্দের সেবা প্রাপ্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সদস্যবৃন্দ সহ অন্যান্যরা বাজেট সভায় তাদের মতামত ব্যক্ত করে বলেন, তরুণ ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন, বিদ্যুতায়ন, স্যানিটেশন, নদী ভাঙ্গন প্রতিরোধ, হাওর উন্নয়ন, ইউনিয়নের প্রদত্ত সব ধরনের সেবা প্রাপ্তির মাধ্যমে দিঘীরপার ইউনিয়ন একটি আলোকিত মডেল ইউনিয়নে রূপ নিয়েছে।
বাজেট বাস্তবায়নে ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ সুধীজন সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান কাজল। ভারপ্রাপ্ত ইউপি সচিব জুবায়ের আহমদের সার্বিক উপস্থাপনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, গাছবাড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বশির উদ্দন চৌধুরী, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুনসি আবুল হোসেন, বদরুল ইসলাম, রমিজ উদ্দিন, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।