মরতে বসেছে…

10
ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যে মরতে বসেছে বেলেশ্বরী নদী। প্রতি বছর চৈত্রমাসে এখানে বেলেশ্বেরী মেলা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। বিগত কয়েক বছর থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যরে কারণে মরতে বসেছে নদীটি। স্থানীয়দের ভাসায় এই নদীতে মাছ তো দূরের কথা সাপ-ব্যাঙ নেই, দুর্গন্ধে নদীটির কাছে ঘোঁষা যায় না। হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার বিভাজক হিসেবে বয়ে চলেছে এই নদী। ছবিটি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব এলাকা থেকে তোলা। ছবি- মামুন হোসেন