হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

11
হোটেল-রেস্টুরেন্টসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

সিলেট জেলার শ্রমিক শ্রেণির বৃহৎ অংশ হোটেল-রেস্টুরেন্ট, রিক্সা, স’মিল, প্রেস, পরিবহন, লোড-আনলোড, রাইস মিল, নির্মাণসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান এবং সকল শ্রমিকদের জন্য অবিলম্বে রেশন ও খাদ্যসামগ্রী প্রদানের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৯ মে মঙ্গলবার সকাল ১০টা – দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: সুরুজ আলী।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়ার পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার অর্থ-সম্পাদক আ: ছালাম, সাবেক সাধারণ সম্পাদক শেখর সেন, সিলেট জেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনু মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা কমিটির সহ-সভাপতি শাহিন মিয়া,সদস্য সুজা বেগম, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সদস্য রবিন আজাদ প্রমুখ।
নেতৃবৃন্দ কর্মহীন হয়ে পড়া মানবেতর জীবনযাপন করা শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশনিং চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের সকল ধরণের লুটপাট, অনিয়ন, দূর্নীতি বন্ধ করা, শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদান, কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতসহ বিশেষ ভাতা চালু, পণ্য পরিবহণসহ জরুরী সেবায় নিয়োজিত সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, অবিলম্বে সকল চা-রাবার শ্রমিকদের মজুরি ও রেশনসহ ছুটি নিশ্চিত করা, শ্রমিক-কর্মচারীদের করোনা ব্যতীত সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান, কর্মহীনকালীন সময়ের শ্রমিকদের ঘর ভাড়ার জন্য নগদ অর্থ প্রদান এবং গ্যাস-বিদ্যুত বিল সরকারের মাধ্যমে পরিশোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি