সিলেট মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমার আলমপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম। এ সময় তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলতে হয়। এ কারণে তাদের আচার ব্যবহার অনেকেই ফলো করে। তিনি বলেন, প্রশিক্ষণকে কাজে লাগাতে পারলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। বিশেষ করে জনগণের কল্যাণ হবে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সাইকে একসাথে কাজ করার আহবান জানান।
কোর্স পরিচালক ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাপনী দিনে বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার নুরুল ইসলাম। এর আগে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, কর্মচারি কল্যাণ বোর্ডের উপ পরিচালক কামরুল ইসলাম, দুদকের উপ পরিচালক তৌফিকুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার মামুনুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি