সিলেট-তামাবিল বাস মিনিবাস পরিবহন শ্রমিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সংগঠনের সদস্য দুর্ঘটনায় নিহত কিবরিয়ার পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সিলেট-তামাবিল বাস মিনিবাস পরিবহন শ্রমিক কল্যাণ ফান্ড হতে নিহত কিবরিয়ার পরিবারের কাছে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় কিবরিয়ার মা ও বোন অনুদানের টাকা গ্রহণ করেন। সম্প্রতি দরবস্ত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এক দুর্ঘটনায় নিহত হন বাস চালক কিবরিয়া।
এদিকে আলোচনা সভায় সিলেট-তামাবিল বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি মো. নুরু উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রকিব রফিক, কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, সিলেট-তামাবিল বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, সিলেট-তামাবিল বাস মিনিবাস পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. আব্দুল মনাফ। বিজ্ঞপ্তি