জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদামে ধান বিক্রির ধূম পড়েছে। কৃষকরা লাইন দিয়ে সরকারের কাছে উচ্চমূল্যে ধান বিক্রি করছেন। এবার লটারির মাধ্যমে তালিকা তৈরী করে ধান কেনা চলছে। জনপ্রতি ১০৪০ টাকা মণ দরে ছোট কৃষক ১ টন ও মাঝারি কৃষক ২ টন করে ধান বিক্রি করছেন। যদিও খোলা বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬ থেকে ৭শ টাকায়। যে কারণে সরকারের কাছে ১০৪০ টাকা মণ দরে ধান বিক্রি করতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন।
এ ব্যাপারে ১৭ মে রবিবার জগন্নাথপুর খাদ্য গোদাম কর্মকর্তা রুপালী রাণী দাস বলেন, কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ চলছে। এ পর্যন্ত ৩১ টন ধান সংগ্রহ করা হয়েছে। জগন্নাথপুর বাজারের মিল ব্যবসায়ী ছালিকুর রহমান বলেন, সরকার উচ্চমূল্যে ধান ক্রয় করায় কৃষকরা উপকৃত হয়েছেন। সেই সাথে ধান-চালের বাজার চাঙ্গা হয়েছে। ইউপি সদস্য ছালিক মিয়া বলেন, সরকারের কাছে বেশি টাকায় ধান বেচে অনেক গরীব কৃষক ঈদের খরছ জোগার করছেন। কৃষক ইউসুফ মিয়া বলেন, বেশি দামে ধান বিক্রি করতে পারায় আমরা আনন্দিত।