কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এক কিশোরী ওড়না পেচিয়ে ঘরের চালার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তার পরিবারের অভিযোগ প্রতিবেশী এক বখাটে যুবকের উৎপাতে অতিষ্ট হয়ে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কিশোরী (সঞ্চিতা শব্দকর-১৬) শ্রীনাথপুর শব্দকর পাড়ার বজেন্দ্র শব্দকরের মেয়ে। মঙ্গলবার ১২ মে সকাল ৭টায় এ ঘটনাটি ঘটে।
শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে চেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে শব্দকর কিশোরীকে নানাভাবে উত্যক্ত করছিলেন। সে দরকার হলে এই কিশোরীকে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। মঙ্গলবার ভোর ৬টায় কিশোরী ঘর থেকে বের হয়ে পূজার জন্য ফুল কুড়িয়েও এনেছে। সকাল ৭টার দিকে প্রতিবেশী সজল শব্দকরের বাড়ির খড়ের গাদায় রহস্যজনক আগুন লাগলে সবাই আগুন নেভাতে যান। এই ফাঁকে কিশোরী পরনের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের উপরের চালার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনার পর পরই কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ইন্তাজ মিয়ার ছেলে মধু মিয়া আসলেই একটি বখাটে। এখন পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান শব্দকর কিশোরীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল তৈরীর পর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে কমলগঞ্জ থানার ওসি জানান।কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এক কিশোরী ওড়না পেচিয়ে ঘরের চালার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তার পরিবারের অভিযোগ প্রতিবেশী এক বখাটে যুবকের উৎপাতে অতিষ্ট হয়ে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কিশোরী (সঞ্চিতা শব্দকর-১৬) শ্রীনাথপুর শব্দকর পাড়ার বজেন্দ্র শব্দকরের মেয়ে। মঙ্গলবার ১২ মে সকাল ৭টায় এ ঘটনাটি ঘটে।
শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে চেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে শব্দকর কিশোরীকে নানাভাবে উত্যক্ত করছিলেন। সে দরকার হলে এই কিশোরীকে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। মঙ্গলবার ভোর ৬টায় কিশোরী ঘর থেকে বের হয়ে পূজার জন্য ফুল কুড়িয়েও এনেছে। সকাল ৭টার দিকে প্রতিবেশী সজল শব্দকরের বাড়ির খড়ের গাদায় রহস্যজনক আগুন লাগলে সবাই আগুন নেভাতে যান। এই ফাঁকে কিশোরী পরনের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের উপরের চালার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনার পর পরই কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ইন্তাজ মিয়ার ছেলে মধু মিয়া আসলেই একটি বখাটে। এখন পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান শব্দকর কিশোরীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল তৈরীর পর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে কমলগঞ্জ থানার ওসি জানান।