একে কুদরত পাশা, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে করোনা আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এদের মধ্যে ২ জন দক্ষিণ সুনামগঞ্জের ও ১ জন দিরাই উপজেলার। অপর দিকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে থাকা ১ জন সহ তিন জন করোনা আক্রান্ত করোনা জয় করলেন। এমন খবর জানালেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান। শনিবার হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, করোনা আক্রান্ত হয়ে ৩ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে আইরোলেশন এ ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষা তিনবার নেগেটিভ আসে। পরে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
তিনি জানান, জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এদের মধ্যে ১০ চন সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতাল ও নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।
পর্যন্ত সুনামগঞ্জে ৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। তাদের মধ্যে সুনামগঞ্জে প্রথম করোনা আক্রন্ত দোয়ারাবাজারের রোগী অন্যজন বিশ্বম্ভরপুর উপজেলার।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান জানান, গত ২৪ এপ্রিল শাল্লা হাসপাতালে প্রথম তিন জন করোনা আক্রান্ত হয়। এদের মধ্যে ২ জনকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাকালীন সময়ে দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসে। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।