ফেরৎ দেয়া হবে ফ্রেঞ্চ ওপেনের টিকিটের অর্থ

2
PARIS, FRANCE - JUNE 07: A general view over Court Philippe Chatrier during the Men's Singles Final betwen Novak Djokovic of Serbia and Stanislas Wawrinka of Switzerland on day fifteen of the 2015 French Open at Roland Garros on June 7, 2015 in Paris, France. (Photo by Julian Finney/Getty Images)

স্পোর্টস ডেস্ক :
করোনভাইরাসের কারণে আপাতত বাতিল হয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেন টেনিসের সমস্ত বিক্রয়কৃত টিকিটের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন।
ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তাতে করে আমরা টিকিটের অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে কোভিড-১৯ বিশ্বব্যাপী যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তাতে করে কোন ধরনের গণ জমায়েত খুব দ্রুতই হওয়া সম্ভব নয়। সে কারণেই আমরা সেপ্টেম্বর পর্যন্ত রোলা গাঁরো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। একইসাথে যারা টিকিট ক্রয় করেছেন তাদের অর্থ ফেরত দেয়া হবে।’
২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যাম। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত তা অনুষ্ঠানের কথা রয়েছে।