স্পোর্টস ডেস্ক :
ব্রুনো ফার্নান্দেসের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান নিয়ে স্পোর্টিং লিসবনের বিপক্ষে সাম্পদোরিয়ার করা অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জানুয়ারিতে ৪৭ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমান পর্তুগালের এই মিডফিল্ডার।
২০১৭ সালে স্পোর্টিংয়ের কাছে ফার্ন্দান্দেসকে বিক্রি করে সাম্পদোরিয়া। কিন্তু তারা দাবি করেন দলবদলের চুক্তি অনুযায়ী ৪ মিলিয়ন পাউন্ড এখনো তারা পায়নি। আর এ কারণেই ফিফাকে বিষয়টি নিয়ে অভিযোগ জানায় ইতালিয়ান দলটি। যদিও এই অর্থের পিছনে কোন কারণে ইউনাইটেডের সম্পৃক্ততার কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা বিষয়টি ইতালিয়ান ক্লাবের পক্ষ থেকে গত ৩ এপ্রিল নিশ্চিত করেছি। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনই এ বিষয়য়ে আর কোন মন্তব্য আমরা করতে চাচ্ছি না।’
২০১৭ সালে সাড়ে সাত মিলিয়ন পাউন্ডে স্পোর্টিংয়ে যোগ দেবার আগে এক মৌসুম সাম্পদোরিয়ায় খেলেছেন ফার্নান্দেস। লিসবনের হয়ে ১৩৭ ম্যাচে ৬৪ গোল করার পর ২৫ বছর বয়সী ফার্নান্দেস ৪৭ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন। যদিও চুক্তি অনুযায়ী শেষ পর্যন্ত এর পরিমাণ ৬৭ মিলিয়ন পাউন্ড হবার কথা রয়েছে।