৫ মে’র পর সীমিত আকারে চালু হতে যাচ্ছে বিমান চলাচল

31

কাজিরবাজার ডেস্ক :
শর্ত সাপেক্ষে সীমিতকারে চালু করা হচ্ছে বিমান চলাচল। ৫ মে -এর পর খুলে দেয়া হতে পারে সরকারী-বেসরকারী বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এ বিষয়ে আজ (সোমবার) গুরুত্বপূর্ণ সিদ্বান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। বলেছেন, চালু করা হলেও সেটা হবে অত্যন্ত কড়া শর্তসাপেক্ষে। করোনা পরিস্থিতির মাঝে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় বেশ কিছু পদক্ষেপের মধ্যেই চালু করার পরিকল্পনা রয়েছে।
বেবিচক সূত্র জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য বর্তমানে রিস্ক এসেসমেন্ট তৈরির কাজ চলছে। সরকারী-বেসরকারী এয়ারলাইন্সগুলো প্রায় মাস খানেক বন্ধ থাকায় এ খাতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আগামী মাসেও সেটা অব্যাহত থাকলেও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা নিরূপণে কাজ করছে বেবিচক। এরই মধ্যে নিরূপিত আনুমানিক তথ্য-উপাত্ত তৈরি করে পাঠানো হয়েছে মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মূলত তারই প্রেক্ষিতে আজ সোমবার সীমিত আকারে বিমান চলাচল শুরু করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
বেবিচক সূত্র জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৫ তারিখের পর লকডাউন কিছুটা শিথিল করা হতে পারে। তখন সীমিতকারে অফিস আদালত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গণপরিবহন চালু করার বিষয়ে ইতোমধ্যেই ইতিবাচক মনোভাব রয়েছে সরকারের। এমন বাস্তবতার আলোকেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সীমিত আকারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য সরকারের শীর্ষ মহলের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী দৈনিক জনকণ্ঠকে বলেন, এ ধরনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। শর্তসাপেক্ষে সীমিতকারে ফ্লাইট চালু করার চিন্তাভাবনা রয়েছে।
কি ধরনের শর্তসাপেক্ষে ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, দেশ-বিদেশে করোনার ছোবলে লণ্ডভন্ড আকাশ পথ। প্রাণঘাতী এই রোগের মাঝে মানুষের জীবন কিভাবে রক্ষা পাবে সেটাই অগ্রাধিকার দিতে হচ্ছে সবাইকে। আবার অর্থনৈতিক অচলাবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এমন বাস্তবতার নিরিখে স্বাস্থ্য নিরাপত্তার মাঝে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালুর বিষয়ে আমাদের চিন্তা রয়েছে।