বার্সায় ফিরলে নেইমারের ক্ষতি!

8

স্পোর্টস ডেস্ক :
বড় রকমের বেতনের আশা ছেড়ে দিলেই বার্সেলোনায় ফিরতে পারবেন নেইমার, স্প্যানিশ মিডিয়াগুলোতে এমন খবর। নতুন করে ন্যু ক্যাম্পে আসতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বছরে ২৬ মিলিয়ন পাউন্ড কাটছাঁট করে ফিরতে হবে।
বেতনের চেয়ে যদিও মনের শান্তিই বড় শান্তি, এমন খবর দিয়ে সংবাদ ছেপে মুন্ডো দেপোর্তিভো বলছে, যেকরেই হোক এবার বার্সায় ফিরতে চান নেইমার। বিষয়টি আঁচ করে নড়েচড়ে বসেছে নেইমারের বর্তমান ক্লাব পিএসজি।
মুন্ডোর খবরে বলা হয়েছে, পিএসজি হতে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে নেইমারকে। সেই চুক্তির আওতায় বছরে ৪৪ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। এরমাঝে আছে ন্যাশনাল ব্যাংক অব কাতারের সঙ্গে ১২ মিলিয়ন পাউন্ডের স্পন্সরশীপ চুক্তিও।
বার্সার প্রস্তাবে রাজী হলে সেখানে এক ধাক্কায় অনেক বেতন হারাবেন নেইমার। তখন তাকে বছরে ১৮ মিলিয়ন পাউন্ডেই খুশি থাকতে হবে। ২০১৭ সালে বার্সা থেকেই ২২২ মিলিয়ন ইউরোয় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পিএসজিতে পাড়ি জমান তিনি।