কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ আটক ২

6

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলায় ৪২০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের খাগালিবাসা হাওর এলাকার মৃত আকবর আলীর ছেলে ইউনুস আলী (৪৫) ও মৃত আছির আলীর ছেলে ইয়াকুব আলী (৩০)।
শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই অনিক বড়ুয়া ও উপ-পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল মদসহ দুইজন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।