ভারতের রাষ্ট্রপতি ভবনের পরিচ্ছন্নতা কর্মী আক্রান্ত, শতাধিক কোয়ারেন্টাইনে

7

কাজিরবাজার ডেস্ক :
ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।
রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর করোনা শনাক্তের পর শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে সেখানকার সাধারণ কর্মীদের দিল্লির একটি কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা-নেগেটিভ এসেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের উহান থেকে জন্ম নেয়া করোনা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। চীনে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখন ইউরোপজুড়ে সবচেয়ে বেশি তান্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি।
ইতোমধ্যে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লাখ।
ভারতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৫৯২ জন। করোনা বিস্তার রোধে ভারতজুড়ে লকডাউন চলছে।