কয়েকজন ধারাভাষ্যকারকে সহ্য করতে পারি না – যুবরাজ সিং

11

স্পোর্টস ডেস্ক :
সারা বিশ্বে এখন লকডাউন চলছে। চার দেওয়ালে বন্দি থেকেই ক্রীড়া দুনিয়া সমর্থক, ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন। ভারতের সাবেক মহাতারকা যুবরাজ সিংও সোশ্যাল সাইটে সক্রিয় আছেন। অনেকেই তাকে ভবিষ্যতে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখতে চান। তবে যুবরাজ সিং বেশ কিছু ধারাভাষ্যকারদের সহ্যই করতে পারেন না!
জাতীয় দলের একসময়ের সতীর্থ মোহাম্মদ কাইফের সঙ্গে ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে যুবরাজ জানান, ‘তুমি অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো। তবে কমেন্ট্রি বক্সে বেশ কয়েকজনকে একদম সহ্য করতে পারিনা। সারাক্ষণ বসে ক্রিকেট নিয়ে কথা বলার ধৈর্য আমার নেই। আমি কখনই এমনটা করতে পারব না। বরং কোচিং করানো বেশি উপভোগ করি।’
কোন ধারাভাষ্যকারদের তিনি দেখতে পারেন না, রয়েছে তা অবশ্য পরিস্কার করেননি যুবরাজ। ক্রিকেট নিয়ে বকবক করা পছন্দ না হলেও ভবিষ্যতে তাকে যে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে, এমন সম্ভবনার কথা জানিয়েছেন ছয় বলে ছয় ছক্কার মালিক, ‘যদি আমি কমেন্ট্রি করি, তাহলে বেশ কিছু বিষয়ের উপর তা নির্ভর করবে। সবসময় কমেন্ট্রি করা আমার পক্ষে সম্ভব নয়। টি টোয়েন্টি বা আইসিসি বিশ্বকাপের মত ইভেন্টে ধারাভাষ্যকারের কাজ করতে চাই।’