বিশ্বজুড়ে মৃত্যু ১ লাখ ৬৫ হাজার ॥ আমিরাতে স্বাস্থ্যকর্মীদের রোজা না রাখার পরামর্শ

11

কাজিরবাজার ডেস্ক :
সিঙ্গাপুর প্রথম দিকে করোনা সংক্রমণ রোধে ভালই সাফল্য দেখিয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউ সামলাতে এখন হিমশিম খাচ্ছে দেশটি। জানুয়ারি মাসে সিঙ্গাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এপ্রিলে এসে নতুন রোগী শনাক্তে গত চার মাসের রেকর্ড ভেঙ্গেছে দেশটি। স্পেনে যদিও দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমে আসছে, তবুও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দীর্ঘ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ভারতে শতকরা ৮০ শতাংশ লোক উপসর্গহীন করোনা শনাক্ত হয়েছে। করোনার কারণে চীনের কাছে ১৩ হাজার কোটি পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির জনপ্রিয় জাতীয় পত্রিকা ‘বিল্ড’। করোনা মহামারীর জন্য বেজিংকে দায়ী করে সর্ববৃহৎ জাতীয় পত্রিকা বিল্ডে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে এমন দাবি জানানো হয়। এছাড়া তুরস্কেও পুলিশ সদস্যরা হাসিমুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে রুটি ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন। সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসে তারাবিহসহ অন্যান্য সব নামাজ বাড়িতেই আদায় করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি যেসব স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ রোগীদের সেবা দিচ্ছেন তাদের রোজা না রাখার পরামর্শ দেয়া হয়। এদিকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। সেখানকার লোকজন ইতোমধ্যেই কাজে ফিরতে শুরু করেছেন। পার্ক, রেস্টুরেন্ট, শপিংমলে ভিড় করতে শুরু করেছে মানুষ। দেশজুড়ে করোনার প্রকোপ কমতে থাকায় সামাজিক দূরত্ব কিছুটা শিথিল করা হয়েছে সেখানে। জার্মানিতেও লকডাউন শিথিল করা হয়েছে। ভারতে সোমবার থেকে লকডাউন কিছুটা শিথিল করা হয়।
সিঙ্গাপুরে সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪২৬ জন নতুন শনাক্ত হয়েছে। জানুয়ারিতে সংক্রমণ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ। এর মধ্যে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা ১৬ জন। বাকি আক্রান্তরা দেশটিতে কাজ করা বিদেশী শ্রমিক, যারা বিভিন্ন ডরমেটরিতে থাকেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। আক্রান্তের তুলনায় মৃত্যুহার এখনও সবচেয়ে কম সিঙ্গাপুরে। দেশটিতে মোট আক্রান্ত ৮ হাজার ১৪ জন। দেশটির করোনা সংক্রান্ত সরকারী ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ১৯ এপ্রিল ৫৯৬, ১৮ এপ্রিল ৯৪২, ১৭ এপ্রিল ৬২৩, ১৬ এপ্রিল ৭২৮ এবং ১৫ এপ্রিল নতুন আক্রান্ত ছিল ৪৪২ জন। ২০ এপ্রিল একদিনে আক্রান্ত প্রথম হাজার ছাড়ালো। হাসপাতাল থেকে রোগ নিরাময় হয়ে ছাড়া পেয়েছেন ৭৬৮ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আইসোলেশনে আছে ২৮৮৮ জন আর এখনও চিকিৎসাধীন ২৮৯৯ জন।
এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে ॥ বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১০ দেশ আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারী হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২১ হাজার ৬০৩ জন। এর মধ্যে এক লাখ ৬৫ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় লাখ ৩৫ হাজার ৭৬১ জন।
স্পেনে আরও ৩৯৯ মৃত্যু ॥ এরই মধ্যে করোনা শনাক্ত হয়েছে এমন মানুষের সংখ্যা ২ লাখের সীমানা ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৯৯ জনের। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ভারতে রেকর্ড শনাক্ত ॥ করোনা সংক্রমণ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৩ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৬৫।
যুক্তরাষ্ট্রে মৃত ৪০ হাজার ॥ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৬৪ হাজার ২৬৫ ছাড়ালো। তাদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ৫৬৫ জনের বেশি মানুষ। ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ৩৮ দিনের ব্যবধানে ১০ হাজার মানুষের মৃত্যু হয়। তারপর মাত্র পাঁচদিনের মাথায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। মৃত্যু ৩০ হাজার থেকে ৪০ হাজারে উন্নীত হতে সময় লাগে মাত্র চারদিন।
জার্মানিতে মৃত বেড়ে ৪৪০৪ ॥ জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৭৫ জন। জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই) মতে, দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৭৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৪২ জন। ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের পথে হাঁটছে জার্মানি।
ক্ষতিপূরণ দাবি ॥ করোনার কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এবার তার সঙ্গে যোগ দিল জার্মানিও। মন্তব্য প্রতিবেদনে দাবি করা হয়, চীনের উহান থেকেই করোনাভাইরাসের উৎপত্তি এবং বিষয়টিকে চীন ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। তারা করোনায় মৃতের সংখ্যাকে অনেক কম কওে দেখিয়েছে। চীনকে ব্যাপকভাবে সমালোচিত করে সদ্য প্রকাশিত ওই প্রবন্ধে পর্যটন, উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে করোনার জেরে হওয়া লোকসানের খতিয়ান তুলে ধরে চিনের বিরুদ্ধে ১৩০ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বেলজিয়ামে ৫৮২৮ জনের মৃত্যু ॥ করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ হাজার আটশ’ ২৮ জনের মৃত্যু হয়েছে। দ্রুতই বাড়ছে নতুন শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা। সোমবার বেলজিয়ামভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ব্রাসেলস টাইমস’ জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিন মৃত্যু হয় ২৯০ জনের।
আক্রান্ত-মৃত্যু বাড়ছে মেক্সিকোতে ॥ প্রথমদিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গ্যাটেল জানিয়েছেন, রবিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৬১। অপরদিকে মারা গেছেন ৬৮৬ জন। শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৭ এবং মৃত্যুর সংখ্যা ছিল ৬৫০। অর্থাৎ একদিনের ব্যবধানেই দেশটিতে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন।
সৌদিতে আক্রান্ত ১০৮৮ জন ॥ লকডাউন ও কার্ফু দিয়ে মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে হিমশিম খাচ্ছে। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, সোমবার পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৬২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৯৮ জন।
খাবার পৌঁছে দিচ্ছে সরকার ॥ তুরস্কের পুলিশ সদস্যরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে রুটি ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন। করোনার কারণে কার্ফু চলায় তুরস্কের নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না। এই অবস্থায় প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন দেশটির পুলিশ সদস্যরা। কার্ফুর মধ্যে নাগরিকদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য তুর্কি পুলিশ বিশেষ কল সার্ভসের ব্যবস্থা করেছে।
রোজা না রাখার পরামর্শ ॥ সংযুক্ত আরব আমিরাতেও এবার রমজানে তারাবিহসহ অন্যান্য নামাজ বাড়িতেই আদায় করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া যেসব স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ রোগীদের সেবা দিচ্ছেন তাদের রোজা না রাখার পরামর্শও দেয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকেই মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যের মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ আমিরাত ফতোয়া কাউন্সিল স্থানীয় সময় রবিবার বিবৃতি দিয়ে ওই নির্দেশনা জারি করেছে। তাতে বলা হচ্ছে, সুস্থ মানুষ অবশ্যই রোজা রাখবেন কিন্তু যারা সামনে থেকে কোভিড-১৯ রোগীদের সেবা দিচ্ছেন তাদের রোজা রাখার প্রয়োজন নেই।
স্বাভাবিক হচ্ছে দক্ষিণ কোরিয়া ॥ স্বাভাবিক হতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। সেখানকার লোকজন ইতোমধ্যেই কাজে ফিরতে শুরু করেছে। পার্ক, রেস্টুরেন্ট, শপিং মলে ভিড় করতে শুরু করেছে মানুষ। দেশজুড়ে করোনার প্রকোপ কমতে থাকায় সামাজিক দূরত্ব কিছুটা শিথিল করা হয়েছে। ফলে দেশজুড়ে লোকজন আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে। কয়েক সপ্তাহ ধরেই অনেক প্রতিষ্ঠান বাড়ি থেকে কাজ করার নিয়ম বাতিল করে দিয়েছে।