জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় সিলেট শিক্ষাবোর্ডের সেকশন অফিসার সাইফুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোন কটুক্তিকারীকে বাংলাদেশের ভিতরে থাকতে দেওয়া হবে না। বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে সিলেট শিক্ষাবোর্ডের সেকশন অফিসার সাইফুল ইসলামের শাস্তি প্রদানের আহ্বান জানান এবং সাইফুল ইসলামকে জাতির সামনে ক্ষমা চাওয়ার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় সিলেটবাসীকে নিয়ে ছাত্র সমাজ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সিলেট জেলা সভাপতি আলামিনের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, মহানগর যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, এমসি কলেজ নেতা টিটু চৌধুরী, জেলা যুবলীগ নেতা জাকির আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, রাহাত আহমদ, শেখ শাকিল, আহমদ সাকলান সজীব, আশরাফুল ইসলাম, সোহাগ রাজ, ছাত্রলীগ নেতা রাহাত আহমদ, তানভীর আহমদ, শ্রাবণ আহমদ, শুভ্র, আসাদ, আরিফ, সৌরভ, বদরুল, তোফায়েল আহমদ, আলিম উদ্দিন রাজ, রায়হান আহমদ, জিকরুল ইসলাম, সুহেল আহমদ, জিসান, ইউনুস, নাহিদ, তামজিদ আহমদ, রাফি, মিজু, জিয়াউল ইসলাম, জিসান, রাজু, জামি, সাইদ, আরিফ, জীবন, সাদেক, সালমান, নাফি, হাফিজ, রায়হান, অপু প্রমুখ। বিজ্ঞপ্তি