স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় হিসাব রাখা শুরু করে গত মার্চ মাসের ১০ তারিখ থেকে। ওইদিন থেকে নিয়মিতভাবে তারা করোনা সংক্রান্ত বিভিন্ন খুটিনাটি তথ্য লিপিবদ্ধ করছে, পাঠাচ্ছে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরে। তাদের তথ্যানুসারে, বর্তমানে সিলেট বিভাগে প্রায় ২৬শ’ মানুষ কোয়ারেন্টিনে বন্দি রয়েছেন। আর কোয়ারেন্টিন শেষে মুক্ত হয়েছেন প্রায ৩২শ’ মানুষ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগে কোয়ারেন্টিনের সমস্ত হিসাব রাখা হচ্ছে। গতকাল পর্যন্ত এ বিভাগে হোম কোয়ারেন্টিন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৫ হাজার ৮৫৮ জনকে। এর মধ্যে নির্ধারিত ১৪ দিন কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২০৮ জন। আর ২ হাজার ৬৫০ জন এখন কোয়ারেন্টিনে আছেন। এদের অনেকেরই কোয়ারেন্টিনের মেয়াদ শেষের দিকে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, ১০ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল অবধি সিলেট জেলায় ১১৩৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ৯৩৯ জন মেয়াদ শেষে ছাড়পত্র পেয়েছেন। বাকিরা কোয়ারেন্টিনে আছেন।
সুনামগঞ্জ জেলায় ১৮৮৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়, ৬৬৯ জন শেষ করেছেন মেয়াদ। বাকি ১২২০ জন কোয়ারেন্টিনে আছেন।
মৌলভীবাজার জেলায় কোয়ারেন্টিনে রাখা হয় ১৩৬৯ জনকে। তন্মধ্যে ৬৬৮ জন ছাড়পত্র পেয়েছেন। বাকিরা আছেন কোয়ারেন্টিনে।
হবিগঞ্জ জেলায় ১৪৬৪ জনকে কোয়ারেন্টিনে রেখে নির্ধারিত মেয়াদ শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯৩২ জনকে।