জগন্নাথপুরে কর্মহীন মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে কর্মহীন অসহায় মানুষের মধ্যে সরকারি ভাবে ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার ৪০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল ও ২ আলু বিতরণ করেন স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু।
তবে এ ত্রাণ বিতরণের আগেই ৯ এপ্রিল বৃহস্পতিবার ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টুকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়। এতে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু বলেন, নির্বাচনী বিরোধের কারণে একটি চক্র আমাকে জড়িয়ে অপপ্রচার চালায়। যারা মিথ্যাচার করেছেন, প্রকৃতপক্ষে তালিকায় তাদের নাম নেই। তাদেরকে তো ত্রাণ দেয়া হবে না। সুতরাং তাদের কাছে টাকা দাবির প্রশ্নই আসে না। তাই এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার তিনি সকলের প্রতি আহবান জানান। স্থানীয় ক্ষুব্ধ জনতাদের মধ্যে আবরু মিয়া, আলমগীর মিয়া, সুনুর মিয়া, মাহবুব মিয়া সহ অনেকে বলেন, ইউপি সদস্য রণধীর কান্তি দাস একজন ভাল মানুষ। তাকে জড়িয়ে অপপ্রচার করায় জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।