জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান ॥ ৩৬ জনের বিরুদ্ধে মামলা, ৮০ হাজার টাকা জরিমানা

9

স্টাফ রিপোর্টার :
নগরীতে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। শনিবার (৪ (এপ্রিল) দ্বিতীয় দিনের মতো নগরীতে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের ৭টি টিম এ ব্যাপারে কাজ করছে।
জানা গেছে, শুক্রবার নগরীতে রাস্তায় অযথা ঘোরাফেরা, দোকান খোলা রাখা ও সিএনজি অটো রিকসায় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই দিন সবমিলিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শনিবারও জেলা প্রশাসন ও সেনাবাহিনীর টিম এ ব্যাপারে নগরীতে অভিযান পরিচালনা করে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবারের ধারাবাহিকতায় শনিবারও জেলা প্রশাসনের ৭টি টিম এ ব্যাপারে কাজ করছে। এ কাজে সেনাবাহিনী তাদেরকে সহায়তা করছে।