জাফলংয়ে কর্মহীন শ্রমিকদের মাঝে ক্রাশার মিল মালিক সমিতি’র খাদ্য সামগ্রী বিতরণ

6

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ও কর্মহীন হতদরিদ্র শ্রমিকদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় একাধিক ক্রাশার মিল মাঠ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
উদ্বোধন শেষে জাফলং স্টোন ক্রাশার মিল মালিকের সদস্য ও স্বেচ্ছাসেবকরা করোনা সংক্রমণ রোধে কর্মহীন পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, সহ-সভাপতি নজরুল শিকদার, যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজিজ মিয়া, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, অর্থ সম্পাদক ছাত্তার আহমেদ, সদস্য আব্দুস শহীদ, মাসুক মিয়া, একাব্বর হোসেন ও রবি খাঁসহ বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন অসহায় কর্মহীন ও গৃহবন্দী মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি পূর্ব জাফলং ইউনিয়নের ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন। যা প্রশংসার দাবি রাখে। আমি চাই আপনাদের এ উদ্যোগ দেখে অসহায়দের সহযোগিতা করতে অন্যরাও এগিয়ে আসবেন। সর্বোপরি কথা হচ্ছে বর্তমান সংকটময় পরিস্থিতিতে কোন মানুষ অর্ধাহার বা অনাহারে থাকবে না। এ বিষয়ে সরকারের পর্যাপ্ত ত্রাণ সহায়তা মজুদ রয়েছে।