মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ॥ লোক জমায়েত করে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী

6

স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনাভাইরাসে গৃহবন্দী অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন স্যানিটাইজার সামগ্রী বিতরণ চলছে রীতিমত লোক জমায়েত করে। যারা বিতরণ করছেন তারাও দলবল নিয়ে অংশগ্রহণ করছেন এসব বিতরণ কার্যক্রমে। সরকার যেখানে লোকজনকে বলছে ঘরে থাকার জন্য সেখানে ত্রাণ সামগ্রী দেয়ার নামে এ ধরণের লোক জমায়েত করে ফটোসেশন করা অনেকেই মনে করছেন এতে করে করোনা ভাইরাস আরো সংক্রমিত হতে পারে। গত কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে এসব বিতরণ কার্যক্রমে সরেজমিন উপস্থিত থেকে দেখা গেছে, একটি মাস্ক কিংবা একটি হাত ধোয়ার সাবান ৮/১০ জন মিলে একজনের হাতে তুলে দিচ্ছেন। আবার যারা দিচ্ছেন তারাও কোন পটেকশন ব্যবহার করছেন না। এমনকি সরকারী অনেক দপ্তরের কর্মকর্তারাও লোক জমায়েত করে এ রকম বিতরণে অংশগ্রহণ করছেন। এদিকে সিটি কপোরেশনের অনেক কাউন্সিলর সরকারী ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া নানা ত্রাণ সামগ্রী বিপুল সংখ্যক লোকজনকে একসাথে করে বিতরণ করতে দেখা গেছে। এতে করে মানা হচ্ছে না সামজিক দূরত্ব।