মতবিনিময় সভায় বক্তারা ॥ দিরাইয়ে হতদরিদ্রের উন্নয়নে কাজ করছে ব্র্যাক

70

সুনামগঞ্জের দিরাইয়ের হত দরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, সামাজিক ক্ষমতায়ন, নিরাপদ অভিভাসন কর্মসূচি, জেন্ডার সচেতনতামূলক কর্মসূচিসহ ১১টি প্রকল্পে ভাটি অঞ্চলের উন্নয়নে কাজ করছে ব্র্যাক। গতকাল বুধবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। চরনারচর ইউনিয়ন পরিষদ আয়োজিত ও ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতিকান্ত দাস। ব্র্যাকের কর্মসূচি সংগঠক আয়শা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, ব্র্যাকের শ্যামারচর অফিস সমন্বয়কারী মোঃ আমিনুল ইসলাম, বশির আহমদ, শহিদ্দুলা, নিখিল চন্দ্র দাস, সুজন আলী, শিক্ষক বুলবুল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি