মজনু মিয়া
যে শহরে গায়ে গায়ে
নিত্য ঘেঁষাঘেঁষি,
চলতে পথে বাজার ঘাটে
দেশি বা বিদেশি।
টাকার চাকা ঘুরত রোজই
ব্যাংক কিংবা হাতে,
দেশের যেথায় প্রাণ কেন্দ্র তা
দিনে কিংবা রাতে।
আজব একটা ভাইরাস এল
করোনা যার সেই নাম,
বিশ্ব মাঝে আতঙ্ক আজ
শুনেই ঝরে যে ঘাম।
ইশকুল কলেজ বন্ধ হওয়ায়
ছাড়ছে লোকে ঢাকা,
টাকা ছাড়া যায় না থাকা
তাই তো ঢাকা ফাঁকা!