স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিন থেকে গতকাল মঙ্গলবার মুক্ত হয়েছেন সিলেটের আরো ১০১ জন। এরআগে গত সোমবার মুক্ত হয়েছেন ১২১ জন। আর ১০ মার্চের পূর্ব থেকে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন মিলিয়ে মোট ২৩৩ জন মুক্তি পেয়েছেন। এরা সবাই প্রবাসী। এদের মধ্যে সিলেট জেলায় মুক্ত হয়েছেন ৪৮ জন, সুনামগঞ্জে ৫৩ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ৭৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান।
উল্লেখ্য, বিদেশ থেকে দেশে ফেরত আসলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হয় প্রবাসীদের। এই সময়ে তারা নিজ ঘর থেকে বাহির হতে পারেন না এমন কঠোর নির্দেশনা রয়েছে সরকারের।