স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাল মঙ্গলবার ১৭ মার্চ জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ওই দিন থেকে শুরু হচ্ছে ‘মুজিববর্ষ’। এই মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে গতকাল রবিবার সকল সংবাদমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এ আমন্ত্রণপত্রে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী স্বাক্ষর করেছেন। মুজিববর্ষের শুরুর দিকে সিসিকের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় নগর ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় কেক কাটা, সকাল ১০টায় শিশু-কিশোর সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১টায় আলোচনা সভা। এছাড়াও কর্মসূচির মধ্যে আছে দুপুর সাড়ে ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বাদ যোহর দোয়া ও প্রার্থনা, বেলা ২টায় শিশু-কিশোরদের আনন্দভোজ। এর বাইরে ১৭ মার্চ দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভাষণ প্রচার করা।