আজ বিশ্ব্ নদী কৃত্য দিবস

10
আজ বিশ্ব্ নদী কৃত্য দিবস। সারা বিশ্ব যখন নদী-খাল বাঁচাতে মরিয়া, তখনই মরতে বসেছে সিলেটের বুক চিরে বয়ে চলা সুরমা নদী। অতীতে এই নদীতে চলেছে নৌকা, লঞ্চ-ষ্টিমার। সওদাগরেরা বড় বড় নৌকা বোঝাই করে বাণিজ্যে আসতেন এই নদী পথেই। দিনে দিনে হারিয়ে গেছে সেই সোনালী দিন। শুধুমাত্র বর্ষা মৌসুম ছাড়া এই নদীতে নৌকার দেখা মেলে না। আর এখন শুল্ক মৌসুমে নদীর বুকে জেগেছে বিশাল চর। শুধু তাই নয় বর্জ্য ফেলার নিরাপদ স্থান হয়ে উঠেছে এই নদীর তীর। নগরীর কালিঘাটে বাজারের সর্ব আবর্জনা ফেলা হয় সুরমা নদীতে। ছবি- মামুন হোসেন