আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস

22

আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস)। আজ নদীর প্রতি জবাবদিহি করার দিন। নদী আমাদের প্রতিনিয়ত দান করে চলেছে, সেই দানের প্রতিদান আমরা কীভাবে দিই, আজ তার হিসাব-নিকাশের দিন। দিবসটি মানুষকে নদী সম্পর্কে জানায়। প্রতি বছর নানান আয়োজনে বিশ্বের দেশে দেশে এই দিনে নদী রক্ষায় নতুন করে শপথ নেয় মানুষ । নদীর সাথে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ হয়। নদী সংগ্রামের অর্জিত সাফল্যে উৎসব হয়।
১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়া এ দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল। সেখানে একত্র হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, লেসোথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ঐ সম্মেলনে অংশগ্রহণকারীরা ১৪ মার্চকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এবার পালিত হচ্ছে ১৯তম নদীকৃত্য দিবস। বাংলাদেশে নদীকৃত্য দিবস উদযাপন শুরু হয় ২০০৬ সাল থেকে। সিলেটে ২০০৮ সাল থেকে নিয়মিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই দিবস উদযাপন করে যাচ্ছে ।বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতংকের মধ্যে সীমিত পরিসরে বাংলাদেশে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে এবারের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “বাঁধ-জলকপাট-দখল ও দূষণমুক্ত নদী প্রবাহ নিশ্চিত কর! আংশিক নয়, নদী বিষয়ক হাইকোর্টের রায় সম্পূর্ণ বাস্তবায়ন কর!”
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পরিবেশ ও নদী বিষয়ক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা, সুরমা রিভার ওয়াটারকিপার ও সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে বিকাল সাড়ে চারটায় সিলেট মহানগরীর প্রবহমান ছড়া ও খাল এলাকার মানুষকে ছড়া-খালে আবর্জনা না ফেলার মিনতি জানিয়ে ‘মিনতিপত্র’ নামের একটি প্রচারপত্র উন্মোচন করবে। এই প্রচারপত্রটি ছড়া ও খাল এলাকার বাসায়-বাড়িতে পৌঁছে দেয়া হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মিনতিপত্র শিক্ষার্থীদের কাছে দিয়ে পরিবারের বড়দের উদ্দেশ্যে পাঠ করার অনুরোধ জানানো হবে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাসিয়া বাঁচাও ঐক্য পরিষদ-এর উদ্যোগে আজ শনিবার বিশ্বনাথের বাসিয়া নদীর অবৈধ দখল উচ্ছেদে ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা বিকাল তিনটায় জব্বার মার্কেটে ঐক্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) স্লিটে শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার-এর উদ্যোগে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, বিকাল ৪টায় সুরমার শাখা খাজাঞ্চী ও মাকুন্দা নদী’র বিজ্ঞানভিত্তিক খনন নিশ্চিত করার দাবিতে রাজাগঞ্জ বাজার, বিশ্বনাথে গ্রামীণ নাগরিক সভার আয়োজন করা হয়েছে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) স্লিটে শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন যৌথভাবে আগামী ২০ মার্চ জৈন্তাপুর উপজেলার বড়্গাং ফেরিঘাটে “সারী-গোয়াইন প্রকল্পের মাধ্যমে বৈঠাখাল, পুটিখাল ও কাটাগাং নদী হত্যাচেষ্টার প্রতিবাদে” গ্রামীণ নাগরিক সভা আয়োজন করবে। বিজ্ঞপ্তি