আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তায়ালার ইবাদত করা। তবে ইবাদত বা আমল কাউকে দেখানোর জন্য হলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে দুর্ভোগ শাস্তি ও ভয়াবহ পরিণতি। লোক দেখানো ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। কেননা লোক দেখানো ইবাদতকারী ছোট শিরকের অপরাধী হিসেবে সাব্যস্ত হয়। এক সময় একাধিক ছোট শিরক বড় শিরকে পরিণত হয়।যার ফলে রিয়াকারী বা লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায়। তাই আল্লাহ তায়ালার কাছে আমল কবুল হওয়ার জন্য তা হতে হবে লৌকিকতামুক্ত এবং কুরআন-সুন্নাহ নির্দেশিত।
গত রবিবার (৮ মার্চ) রাতে খাদিমনগর ইসলামী যুব পরিষদ ও ইমাম সমিতির আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি ও উমদার পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মো. লাল মিয়া সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা মো. বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী, হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, হযরত মাওলানা জয়নাল আবেদিন মহালদিক মাদরাসা, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান, জামেয়া আংগুরার শায়খুল হাদিস হযরত মাওলানা আশরাফ আলী হরসপুরী, হযরত মাওলানা আফজাল হোসেন খাদিমনগরী, হযরত মাওলানা ফখরুল ইসলাম মগলাবাজারী প্রমুখ। বিজ্ঞপ্তি