শাবি প্রতিনিধি
দেশের চলমান রাজনৈতিক পরিস্খিতির কারণে পরিবহন সেবা বন্ধ থাকলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সব ধরনের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
উপ-উপাচার্য বলেন, হরতাল, অবরোধ ও ধর্মঘটের কারণে দেশে যদি পরিবহন সেবা বন্ধ থাকে সেক্ষেত্রে ক্লাস অনলাইনে নেওয়া হবে। অন্যথায় শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে অফলাইনে ক্লাস করতে হবে।
তিনি আরো বলেন, এছাড়া কোনো শিক্ষক যদি প্রশাসনিক কাজ ব্যস্ত থাকে সেক্ষেত্রে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী তিনি ২০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবেন। তবে পরীক্ষা ও প্রকৌশল বিভাগের ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে হবে। সেটা বিভাগের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিবে।