কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাস আতঙ্কের প্রেক্ষিতে ব্রাসেলস সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বার্ষিক ইন্দো ইউরোপিয়ান ইউনিয়ন সামিট-এ যোগ দেওয়ার কথা ছিল তার। বেলজিয়ামে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন।
দেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, দু’ দেশের স্বাস্থ্য কর্তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে, এখনই ব্রাসেলসে প্রধানমন্ত্রী মোদীর যাওয়াটা ঠিক হবে না। দু’তরফের সুবিধামতো সময়ে পরে সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে, করোনাভাইরাসের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই হোলির অনুষ্ঠানে সামিল না হওয়ার ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদী টুইট করেছিলেন, কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না হয়, সেজন্য বিশেষজ্ঞরা ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই চলতি বছর হোলি মিলন অনুষ্ঠানে অংশ নিচ্ছি না। গতবছর থেকে ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন সম্মেলন নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অবলোপ ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষাপটে সম্মেলনে কী আলোচনা হবে, তার দিকে নজর ছিল কূটনৈতিক মহলের। গত মাসে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি পর্যালোচনায় এসেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা। তার আগে ফেব্রুয়ারিতে ব্রাসেলসে গিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করে এসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে দিল্লি হিংসায় মৃতের সংখ্যা ৫৩ ছাড়িয়েছে। জানা গেছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে টানা চার দিন উত্তর-পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫৩। আহত দুই শতাধিক। গ্রেফতারকরা হয়েছে প্রায় হাজার জনকে।